সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post
বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়ন

ঢাকা বিভাগে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয় প্রথম 

রাজবাড়ী প্রতিনিধি 

ঢাকা বিভাগে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয় প্রথম 

২০২২-২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে ঢাকা বিভাগের জেলাসমূহের মধ্যে প্রথম স্থান অধিকার করার স্বীকৃতিস্বরূপ রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়কে সম্মাননা প্রদান করেন। 

সোমবার (২২ জানুয়ারি) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম এ সম্মাননা প্রদান করেন। বিভাগীয় কমিশনারের নিকট থেকে সনদপত্র গ্রহণ করেন রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান। 

এসময় অন্য জেলা প্রশাসকসহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টিএইচ